ওয়াটারএইডে নবীনদের চাকরির সার্কুলার

 

পদের নাম: ইয়াং প্রফেশনাল

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্সে স্নাতকোত্তর/এমবিএ। সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ৩.০০ এবং জিপিএ ৫.০০ এর স্কেলে কমপক্ষে ৪.০০ থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। এমএস অফিসসহ কম্পিউটার পরিচালনা জানতে হবে।

বয়স: ২০২২ সালের জানুয়ারিতে সর্বোচ্চ ২৬ বছর। সদ্য বিশ্ববিদ্যালয় পাস ও চাকরির অভিজ্ঞতা নেই এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ–সুবিধা: সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে, দুই দিন ছুটি। ৫ দিনে ৩৭ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে হবে এ পদে চাকরি পেলে। বেতন হবে ৩০,০০০-৩৫,০০০ টাকা। এ ছাড়া রয়েছে মাসিক মুঠোফোন বিল ও উৎসব বোনাস।

যেভাবে আবেদন

কভার লেটার ও পাসপোর্ট সাইজ ছবিসহ জীবনবৃত্তান্ত ওয়াটারএইডের বাংলাদেশ অফিসে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম লিখতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

দ্য হেড অব পিপল অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, হাউস–৯৭ /বি, রোড–২৫, ব্লক–এ, বনানী, ঢাকা ১২১৩।


আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২১।

Post a Comment

0 Comments