অমিক্রন নিয়ে উদ্বেগ, নেদারল্যান্ডসে স্কুল ছুটি

 

প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বছর বড়দিনের ছুটি এগিয়ে এনেছে নেদারল্যান্ডস। গতকাল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট্টে এ ঘোষণা দিয়েছেন। 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, করোনার অমিক্রন ধরন নিয়ে জনগণের মনে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ, আশঙ্কা করা হচ্ছে, স্কুলগামী শিশুদের মাধ্যমে বয়স্ক স্বজনেরা করোনায় আক্রান্ত হতে পারেন।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০ ডিসেম্বর থেকে স্কুলগুলো ছুটি হবে।
কারণ কোনো ভ্যাকসিনই সম্পূর্ণ কার্যকর নয়। আর করোনা যখন নিজের রূপ বদল করেছে, সেক্ষেত্রে আগে তৈরি হওয়া এই টিকা কতটা রোগের হাত থেকে থেকে বাঁচাতে পারবে তা সময়ই বলবে। তবে মানুষকে থাকতে হবে সতর্ক।গত ২৮ নভেম্বর থেকে প্রাথমিকভাবে তিন সপ্তাহের করোনা বিধিনিষেধ আরোপ করেছিল নেদারল্যান্ডস। এ প্রসঙ্গে রুট্টে বলেন, তাঁর সরকার এ বিধিনিষেধের মেয়াদ ১৪ জানুয়ারি পর্যন্ত বাড়াচ্ছে। এর আওতায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দোকান, বার ও রেস্তোরাঁগুলো বন্ধ রাখতে হবে। এ ছাড়া কোনো বাড়িতে চারজনের বেশি অতিথি জড়ো হতে পারবে না।
মঙ্গলবার আরআইভিএম জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়, করোনা বিধিনিষেধ আরোপের মধ্য দিয়ে সংক্রমণের হার রেকর্ড মাত্রা থেকে ২১ শতাংশ কমেছে। তবে এখনো অনেক মানুষ সংক্রমিত হচ্ছেন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে।

Post a Comment

0 Comments