ভিকি-ক্যাটের বিয়ে আজই!


ভিকি আর ক্যাটের বিয়েকে ঘিরে এক চিঠি ফাঁস হয়েছে। আর এই চিঠি নিশ্চিত করছে যে ভিকি আর ক্যাটের বিয়ে হচ্ছে। এ–ও শোনা যাচ্ছে যে ক্যাটরিনা তাঁর সাবেক প্রেমিককে বিয়েতে আমন্ত্রণ জানাননি।
আজ অর্থাৎ শুক্রবার আইনি মতে ভিকি আর ক্যাটরিনা বিয়ে করছেন বলে খবর। আর
রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। এই দুই তারকা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট–১৯৫৪ অনুযায়ী নিবন্ধিত করাতে চান বলে জানা গেছে। এই চিঠিতে উল্লেখ আছে ভিকি-ক্যাটের বিয়েকে ঘিরে আইনি ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, পুলিশ মোতায়েনসহ আরও নানান বিষয় নিয়ে আলোচনা করার জন্য এক বৈঠকের দিন, সময় আর স্থান।সুরজ সিং নেগির এই চিঠি প্রকাশ্যে আসার পর সবাই নিশ্চিত যে বলিউডের এই ‘লাভ বার্ড’ চিরবন্ধনে বাঁধতে চলেছেন। তবে এখন সবাই তাকিয়ে আছে যে ভিকি আর ক্যাটের বিয়ের আসরে বলিউডের কোন কোন তারকাকে দেখা যাবে নিন্দুকদের মতে, রণবীরের সঙ্গে গভীর প্রেমের ক্ষত এখনো ক্যাটরিনার শুকায়নি। আর তাই নাকি এই বলিউড নায়িকা এই সিদ্ধান্ত নিয়েছেন।

Post a Comment

0 Comments