খালেদা জিয়া বেশি দিন বাঁচবেন না: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের সমাবেশে ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা খালেদা জিয়ার নাগরিক অধিকার। সচেতনভাবে খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে। সব রাজনৈতিক দল খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া কথা বলছে, তারপরেও সরকার অনুমতি দিচ্ছে না। রক্তক্ষরণ (লিভার সিরোসিস) বেশি দিন হলে খালেদা জিয়া বেশি দিন বাঁচবেন না . বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি সবার ভোট নিশ্চিতের ব্যবস্থা করলেও আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। সারাদেশে ক্ষমতাসীনরা নৈরাজ্য তৈরি করেছে। ক্ষমতায় টিকে থাকতে স্বাধীনতার অর্জন ধ্বংস করে দিয়েছে তারা।
0 Comments