বাংলাদেশ রেল নেবে ১০৮৬ জন, আবেদন ফি ৫০ টাকা

 বাংলাদেশ রেল নেবে ১০৮৬ জন, আবেদন ফি ৫০ টাকা



বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত খালাসি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নেওয়া হবে ১ হাজার ৮৬ জন। পাবনা ও লালমনিরহাট বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: খালাসি পদসংখ্যা: ১ হাজার ৮৬ যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বয়স: ১ ডিসেম্বর ২০২১ তারিখে ১৮ বছর পূর্ণ হতে হবে এবং ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)।

২০ ডিসেম্বর থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২০২২ সালের ২৬ জানুয়ারি।

http://www.railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/common_document/c11a0465_98fc_41bd_a765_6e737898bae6/390.pdf

Post a Comment

0 Comments