শুটিংয়ে তারকাদের পিকনিক
প্রায়ই শোনা যায়, শুটিংয়ের ব্যস্ততায় দম ফেলার সময়টুকু থাকে না। একটি দৃশ্যের শুটিং শেষ করেই নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলীদের ছুটতে হয় পরের দৃশ্যে। প্রতিদিন ২০টির বেশি দৃশ্যের শুটিংয়ে হাঁপিয়ে ওঠার গল্প নতুন নয়। তবে এবার শোনা গেল ভিন্ন কথা। শুটিংয়ে ২০ জনের বেশি অভিনয়শিল্পী উপস্থিত। নির্মাতাসহ পুরো টিম ব্যস্ত পিকনিকে। শুটিং বাদ দিয়ে কেন পিকনিক করছেন ‘ফ্যামিলি ক্রাইসিস’–এর শিল্পীরা।
নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘“ফ্যামিলি ক্রাইসিস” নাটক দর্শকপ্রিয়তা পাওয়ার পর থেকেই আমরা পরিকল্পনা করছিলাম “ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড” নামে নতুন গল্প দর্শকদের উপহার দেব। সেটার গল্প নিয়ে অভিনয়শিল্পীদের সঙ্গে আগেও বসেছিলাম। আজ শুটিংয়ে এসে মনে হলো, সব শিল্পী আছে। আমরা সবার মধ্যে বন্ধন তৈরি করার জন্য শুটিং করব না। আমরা পিকনিকের আয়োজন করি। এর ফাঁকে আমরা গল্প নিয়ে অভিনয়শিল্পীদের সঙ্গে বসছি। এখন শুটিং না করলেও সবাই চরিত্রের নামেই আড্ডা দিচ্ছেন। এ কারণে আমাদের কাজটা সহজ হবে। যেহেতু আমরা একই টিম আগেও ছিলাম। আমাদের একটা গেট টুগেদারও হয়ে গেল। তবে সন্ধ্যার দিকে হয়তো শুটিং করতে পারি।’
সকাল থেকেই শুটিং বাড়িতে উপস্থিত হতে থাকেন শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, তামিম মৃধা, শামীম হাসান সরকার, সারিকা সাবাসহ আরও অনেকে। কেক কেটে নাটকের শুটিংয়ের উদ্বোধন করার কথা থাকলেও তাঁরা নাটকের চরিত্র অনুযায়ী আড্ডায় মেতেছেন, নাটকে এই ধরনের গালগল্প–আড্ডার প্রশংসা করলেন নাটকটির অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘একটি ধারাবাহিক নাটক শুরু করলেই হয় না। সবাই মিলে নাটকের ব্রিফিং, চরিত্রে ঢোকার জন্য সহশিল্পীদের বোঝাপড়া, লুক সেটিং খুবই দরকার। এটা চরিত্রকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তোলে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের এভাবে বসা হয় না।’ ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে এই অভিনেতাকে পরিবারের বড় ছেলের ভূমিকায় দেখা গেলেও এবার আলাদা একটি চরিত্রে চমক দেখাবেন।
0 Comments