স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের পোডিয়ামে বানান ভুল হওয়া নিয়ে করা প্রতিবেদনে যাঁর বক্তব্য উদ্ধৃত করা হয়েছে
এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে বিবিসি বাংলা জানান, গতকাল শুক্রবার প্রথম প্রকাশিত প্রতিবেদনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীকে উদ্ধৃত করে তথ্য দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চে উঠে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চ্যুয়ালি সারা দেশের সব বিভাগ, জেলা, উপজেলার নির্ধারিত ভেন্যু থেকে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী যে পোডিয়াম বা ডায়াসের সামনে শপথ পাঠ করান, সেখানে ‘মুজিববর্ষ’ বানানটি লেখা হয়েছে ‘মুজিবর্ষ’। অর্থাৎ ‘মুজিববর্ষ’–এর মাঝখানের একটি ‘ব’ ছিল না; যদিও শপথপত্রে বানানটি ঠিকই লেখা ছিল।
0 Comments