বছর ঘুরে আবার এলো ফেব্রুয়ারি। ঐতিহাসিক ভাষার মাস, গৌরবের মাস। ১৯৫২ সালে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে বুকের তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রক্ষা করেন। মায়ের ভাষা কেড়ে নেওয়ার এই সংগ্রামে সেদিন ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে পড়েছিলেন। পৃথিবীর ইতিহাসে ভাষা নিয়ে এমন আন্দোলন আর কোথাও হয়নি। সেজন্য ফেব্রুয়ারি শুধু ভাষার মাস নয়, আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হওয়ারও মাস, বাঙালির গর্ব-অহংকারেরও মাস।
শুরুটা ১৯৪৭ সালের পর থেকেই। পাকিস্তান কৌশলে বাঙালি জনগোষ্ঠীর ভাষার ওপর প্রথম আঘাত হানে। মায়ের ভাষায় কথা বলাও তারা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চায় উর্দুকে। কিন্তু বাংলার মানুষ সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে একবিন্দু পিছু হটেনি। মাতৃভাষা বাংলার দাবিতে প্রতিদিন রাজপথে চলতে থাকে মিছিল-সমাবেশ। শুরু হয় বাংলাভাষা রক্ষার আন্দোলন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক চড়াই-উতরাই পার করে চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। হানাদারদের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে প্রাণ ঝরে ছাত্র-জনতার। বায়ান্নর আগুনঝরা সে দিনগুলো বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
মূলত সেই দিনগুলোর মধ্য দিয়েই বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হয়। তারই সূত্র ধরে এসেছিল ঊনসত্তরের গণ-আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
এ মাসের প্রথম দিন থেকে ধ্বনিত হয় সেই অমর সংগীতের অমিয় বাণী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি...’। বাঙালি জাতি পুরো মাসে ভালোবাসা জানাবে তাদের, যারা ভাষার জন্য অকাতরে প্রাণ দিয়েছিলেন।
ভাষার জন্য এই আত্মত্যাগ পৃথিবীতে বিরল। এই আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। তারপর থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হচ্ছে বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি। স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে বীরসন্তানদের স্মরণ করবে জাতি।
31 Comments
ফেব্রুয়ারি এই মাসটা আমাদের ভাষা শহীদদের কথা স্বরন করিয়ে দেয়।।
ReplyDeleteভাষা জন্য যারা জীবন দিয়েছে তাদের আমি শ্রদ্ধা করি
ReplyDeleteগৌরবের মাস 21 ফ্রেব্রুয়ারি
ReplyDeleteei mashe amra vashar jonno andolon korechilam
ReplyDelete1947সাল থেকে নিয়ে1952 সাল পর্যন্ত ত্যাগের বিনিময়ে আমরা আজ এই বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসেবে পেয়েছি বিনম্র শ্রদ্ধা সেই ভাষা আন্দোলন কারীদের জন্য
ReplyDeleteগৌরবের মাস
ReplyDelete❤️
ReplyDeleteগৌরবের মাস
ReplyDelete❤️❤️
ReplyDeleteএকুশ আমার অহংকার
ReplyDeleteMother language day 21
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletegreat site for read update news
ReplyDeleteBest new sait
ReplyDeleteতাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলি,
ReplyDeleteগৌরবের মাস।
ReplyDeleteআমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখব ধরে ভাই হারানোর জ্বালা।
ReplyDeletegood news
ReplyDeleteআমরা তোমায় কখনো ভুলবো না
ReplyDeletegd news
ReplyDeleteভাষা আমাদের অহংকার
ReplyDeleteবাংলা ভাষা আমাদের অহংকার
ReplyDeleteভাষা আমার অহংকার
ReplyDeleteমোদের গোরব মোদের আশা বাংলা ভাষা
ReplyDeleteFebruary amader ohonkar
ReplyDeleteগৌরবের মাস
ReplyDeleteBlancebd is a good job
ReplyDeleteএ মাস আমাদের গর্বের মাস। ২১ ফেব্রুয়ারি আমাদের গর্বের দিন।
ReplyDeleteUNKNOWN
ReplyDeleteJanuary 31, 2022 at 10:57 PM
ফেব্রুয়ারি এই মাসটা আমাদের ভাষা শহীদদের কথা স্বরন করিয়ে দেয়।।
গৌরবের মাস
ReplyDeleteগৌরবের মাস 21 ফ্রেব্রুয়ারি
ReplyDelete