দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৮৭। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ
গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট এবং র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৫২টি সক্রিয় ল্যাবে ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। যেখানে গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ।
আর এ পর্যন্ত মোট ১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন কোভিড রোগী।
0 Comments