৮ম ধাপে ৮ ইউপিতে ভোট ১০ ফেব্রুয়ারি [তালিকা]




চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের অষ্টম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের আটটি ইউপিতে আগামী ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ৮টায় ইসির ঘোষিত তফসিলে বলা হয়, এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৭ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ২০ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারির মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জানুয়ারি এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে আগামী ২৫ জানুয়ারি। নির্ধারিত দিন সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

যে ইউপিতে ১০ ফেব্রুয়ারি ভোট

অষ্টম ধাপের ভোট অনুষ্ঠানের আটটি ইউনিয়ন পরিষদ হচ্ছে- কেরানীগঞ্জের তারানগর, গাজীপুর কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, হাতিয়ান সুখচর, নলচিড়া, সুবর্ণচরের চর জব্বর, চর জুবলি, ভোলার লালমোহন উপজেলার বদরপুর এবং শৈলকুপার নিত্যানন্দপুর।

ইসি সূত্র জানায়, অষ্টম ধাপের সবগুলো ইউপিতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এরইমধ্যে চার ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ভোটগ্রহণ হবে।

এছাড়া ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে আগামী ৩১ জানুয়ারি আর সপ্তম ধাপের ১৩৮ ইউপির ভোট আগামী ৭ ফ্রেব্রুয়ারি।

Post a Comment

0 Comments