ছুরি চালালেন’ সাকিব

 

এবার আল্লু অর্জুনের মতো ‘ছুরি চালালেন’ সাকিব


পুষ্পা দ্য রাইজ-এ আল্লু অর্জুনের গলায় ছুরি চালানোর বিশেষ ভঙ্গি এখন অন্তর্জালে ভাইরাল সব স্থানে। সেই ভঙ্গির অনুকরণ করে অনেকেই ভিডিও পোস্ট করেছেন। বাংলাদেশ ক্রিকেট লিগের [বিপিএল] চলতি আসরে স্পিনার নজমুল ইসলাম অপুও উইকেট পাওয়ার পর একই ভঙ্গি করেছেন। এবার ছুরি চালানোর মিছিলে যোগ দিলেন সাকিব আল হাসান নিজেও। আজ বিপিএল-এ ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানের সঙ্গে ম্যাচে প্রথম ইনিংসে বোলিং করলেন বরিশালের অধিনায়ক সাকিব। তাঁর বিরুদ্ধে ব্যাট করছিলেন ফাফ ডু প্লেসিস। তাকে জিয়াউর রহমানের ক্যাচ বানিয়ে হালের আলোচিত ভঙ্গিতে উদযাপন করেন সাকিব আল হাসান ।

Post a Comment

2 Comments