১৫ ইউপিতেই নতুন প্রার্থী


৬ষ্ঠ ধাপে বগুড়ার ৪ উপজেলার ২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি। ২৩ ইউপির মধ্যে ১৫টিতেই নৌকার মনোনয়ন পেয়েছেন নতুনেরা। চাল আত্মসাতের অভিযোগ আছে এমন তিনজন এবার মনোনয়ন পাননি।

গত শনিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও সদর উপজেলার ২৩ ইউপিতে নৌকার প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। ৩১ জানুয়ারি এই ২৩ ইউপিতে ভোট গ্রহণ হবে। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১৪ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সারিয়াকান্দি উপজেলার ১১ ইউপির মধ্যে ৬টিতেই নতুনদের মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন চাল আত্মসাতের দায়ে অভিযুক্ত তিন চেয়ারম্যান। অন্যদিকে সোনাতলা উপজেলার সাত ইউনিয়নের মধ্যে চারটিতেই নৌকার প্রার্থী নতুন মুখ। এখানে মনোনয়নবঞ্চিত হয়েছেন একাধিক ‘হেভিওয়েট’ প্রার্থীরা। বগুড়া সদর ও গাবতলী উপজেলার পাঁচ ইউনিয়নে নতুনেরা মনোনয়ন পেয়েছেন।



Post a Comment

0 Comments