ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বারের মতো ছেলে হারানো মায়ের সন্তানের রক্তে রাঙানো অমর ২১শে ফেব্রুয়ারি। মাতৃভাষা আন্দোলনের 70 বছর পূর্ণ হবে এদিন।
মাথা নত না করার চির প্রেরণার অমর একুশের এ দিনে সারা বিশ্বের কোটি কণ্ঠে উচ্চারিত হচ্ছে একুশের অমর শোকসংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি মানে বিশ্বে মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন।
4 Comments
21 February
ReplyDeleteMemorable day
ReplyDelete21 February
ReplyDeleteঅসাধারণ।
ReplyDelete