চলতি বছরের এসএসসি পরীক্ষা হবে জুন মাসে। আর এইচএসসি পরীক্ষা হবে আগস্ট মাসে। আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনায় এই তথ্য উল্লেখ করা হয়েছে। ওই নির্দেশনায় বিভিন্ন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, চলতি বছরের (২০২২) এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী জুন থেকে আগস্টের মধ্যে হতে পারে। পরীক্ষা হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে।
1 Comments
অসংখ্য ধন্যবাদ সঠিক খবর জানিয়ে দেওয়ার জন্য।
ReplyDelete