স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা তৈরিতে এরই মধ্যে কাজ শুরু করেছে সার্চ কমিটি। এবারে এই কমিটি সবার কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার পদে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা আহ্বান করেছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বাইরেও ব্যক্তি পর্যায়ে যে কেউই সার্চ কমিটির কাছে নিজের বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নামের তালিকা পাঠাতে পারবেন।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, রাজনৈতিক দল বা ব্যক্তিদের পক্ষ থেকে প্রস্তাবিত নামের তালিকা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে কিংবা gfp_sec@cabinet.gov.bd ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। এর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে— প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার পদের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে অনধিক ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তি পর্যায়ে আগ্রহীরাও তাদের বিবেচনা অনুযায়ী নামের তালিকা প্রস্তাব করতে পারবেন।
0 Comments