অসময়ের বৃষ্টিতে বাড়লো পেঁয়াজের দাম

 



ভরা মৌসুমে পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকায় বাজারে দাম কমছিল। পাইকারি বাজারে দাম উৎপাদন খরচেরও নিচে নেমেছে। তবে অসময়ের বৃষ্টিতে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। গতকাল রবিবার কেজিপ্রতি ৯ থেকে ১০ টাকা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হয় পাইকারি বাজারে। এর প্রভাব পড়েছে কিছু খুচরা বাজারেও।

ব্যবসায়ীরা বলছে, কয়েক দিনের বৃষ্টিতে অনেক পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়ে গেছে। সরবরাহে বিঘ্ন ঘটেছে, এতে দামও বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমতে পারে বলে মনে করছেন তাঁরা। তবে ক্রেতাদের দাবি, গতকাল বিক্রি হওয়া পেঁয়াজ ব্যবসায়ীদের আগেই কেনা ছিল। তাই দাম বাড়ানো অযৌক্তিক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত শুক্রবার পর্যন্ত রাজধানীর শ্যামবাজার ও কারওয়ান বাজারে পাইকারিতে দেশি (মুড়িকাটা) পেঁয়াজ বিক্রি হয় ২২ থেকে ২৩ টাকা কেজি। গত শনিবার দাম নেমে আসে ১৯ থেকে ২০ টাকায়।

গতকাল হঠাৎ দাম বেড়ে ২৮ থেকে ৩০ টাকায় ওঠে। অর্থাৎ এক দিনেই কেজিপ্রতি দাম বেড়েছে ৯ থেকে ১০ টাকা। এ ছাড়া পাইকারিতে আমদানির পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা কেজি, যা আগে ৩৫ থেকে ৪০ টাকা ছিল।

জানতে চাইলে কারওয়ান বাজারের পেঁয়াজের আড়ত লাকসাম বাণিজ্যালয়ের ব্যবসায়ী সেলিম মল্লিক কালের কণ্ঠকে বলেন, পেঁয়াজের দাম কমতে কমতে তলানিতে নেমেছিল। তবে গতকাল হঠাৎই বেড়ে যায়।

শ্যামবাজারের আড়ত রাজ ট্রেডার্সের ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, মুড়িকাটা পেঁয়াজ বেশিদিন রাখা যায় না। কয়েক দিনের বৃষ্টিতে অনেক পেঁয়াজ ক্ষেতে পচে গেছে। নতুন পেঁয়াজ আসতে দেরি হবে, এমন ধারণা থেকেই ব্যাপারীরা পেঁয়াজ বিক্রিতে ধীরে চলো নীতি নিয়েছেন। এতে দামও কিছুটা বেড়েছে এখন।

Post a Comment

0 Comments