এ বছর এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না।
এসএসসিতে চারটি- ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বাদ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীর।
এইচএসসিতে একটি বিষয়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই বাদ দেওয়া হয়েছে। এই বিষয়গুলোতে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে ছাত্রছাত্রীর ।
স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি পত্রের ও এইচএসসিতে বিভিন্ন বিষয়ে ১৩টি পত্রের পরীক্ষা হয়।
মান বণ্টন যেভাবে হবে
এসএসসিতে ইংরেজি প্রথম পত্রে ৫০ নম্বর, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০ নম্বর আর ব্যাবহারিক ৪৫ নম্বরে পরীক্ষা হবে।
এর মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা হবে।
এইচএসসিতেও ইংরেজি প্রথম পত্রে ৫০, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০ ও বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা হবে ছাত্রছাত্রীর। ব্যবহারিক শিক্ষা আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা হবে। যার মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা হবে ছাত্রছাত্রীর।
3 Comments
great channel
ReplyDeleteBest News site
ReplyDeletegood News
ReplyDelete