কানাডা প্রবাসীদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কানাডার অর্থনীতিতে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে বেশ কিছুদিন হল। যুদ্ধের কারণে খাদ্য ও পেট্রোলিয়াম পণ্যের বাজার অস্থিতিশীল । জ্বালানি তেলের ব্যারেল বৃহস্পতিবারই বেড়ে গেছে দাম। ঊর্ধ্বমুখী খাদ্যপণ্যের দাম, সেই সাথে বিভিন্ন দেশের সঙ্গে কানাডার শেয়ার বাজারেও দর পতন হয়েছে।মাল্টিকালচারিজমের দেশ কানাডায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এখন।
কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এক বিবৃতিতে বলেছেন যে, এখন ইউক্রেনের মানুষগুলো তাদের মাতৃভূমি রক্ষায়, তাদের জীবন রক্ষায় করা, সন্তানদের জীবন রক্ষায় লড়াই করছে, লড়াই-য়ে মরে যাচ্ছে। এই লড়াইটা বন্ধ হওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইউক্রেনের মানুষগুলোর মৃতদেহের উপর দাঁড়িয়ে আমাদের আমেরিকার, ন্যাটোর, পশ্চিমাদের অতীত কর্মের ফিরিস্তির মধ্যে ডুবে না থাকাই ভালো।
বিশিষ্ট কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেছেন, আগ্রাসনবাদ স্থিতিশীলতা ও উন্নয়নের পরিপন্থী, যুদ্ধ কখনো শান্তির পক্ষে টেকসই সমাধান নয়। মানবতাকে বিপর্যস্ত করার যে ঘৃণ্য ও বর্বরোচিত প্রচেষ্টা ইউক্রেনে চলছে, বিশ্বশান্তির স্বার্থে অনতিবিলম্বে তা বন্ধ করতে হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রেসিডেন্ট ড. বাতেন বলেন- দেশে যুদ্ধ কোনোভাবেই কাম্য নয় ও রাশিয়ার মস্কোসহ ৫৪টি শহরে নাগরিকরা বিক্ষোভ করেছে, পুতিনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার সাংবাদিক, লেখক বুদ্ধিজীবদের উল্লেখযোগ্য একটা অংশ যোগ দিয়েছে সেই প্রতিবাদে এখন।
4 Comments
Best News site
ReplyDeleteBest News site.
ReplyDeletegood site
ReplyDeleteখুব ভালো একটি নিউজ সাইট।
ReplyDelete