কৌশলে এগোচ্ছে বিএনপি ,জামায়াতকে নিয়ে ২০ দলে অস্বস্তি

 


বিগত বেশ কয়েক বছর ধরেই  বিএনপির জামায়াতে ইসলামীর সঙ্গে জোট নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে, গত নির্বাচনের আগেও জামায়াত বিরোধী শক্ত অবস্থান তৈরি হয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে। এ অবস্থায় দলটির সঙ্গে দূরত্ব দেখাতে গিয়ে জোটগত বাদে নিজস্ব কর্মসূচি পালনের কৌশলে রয়েছে বিএনপি। সবশেষ গত বছরের ২৭ মার্চ জোটের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় । এরপর থেকে আর কোনো কর্মসূচি দেখা যায়নি ২০ দলীয় জোটের। তবে জোটগত কর্মসূচি না থাকলেও জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হচ্ছে বলে জোটের অনেক নেতা জানিয়েছেন। তাদের মতে, ‘টুকটাক’ কর্মসূচিতে না থাকলেও সরকার বিরোধী বৃহৎ আন্দোলনে জামায়তে ইসলামী অংশ নেবে।

২০ দলীয় জোট সূত্র জানায়, এরই মধ্যে বিএনপি সরকার বিরোধী দলগুলোর সমন্বয়ে বৃহত্তর জোট গঠনে কার্যক্রম চালাচ্ছে। ফলে জামায়াত ইস্যুতে কৌশলী অবস্থানে থাকতে হচ্ছে বিএনপিকে। 

গত নির্বাচনের আগেও জামায়াত ইস্যুতে অস্বস্তি তৈরি হলে ২০ দল অক্ষুণ্ন রেখে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট গঠিত হয়। তবে এখন জামায়াতের সঙ্গে কার্যত দূরত্ব দেখাতে হচ্ছে বিএনপিকে।

বৈঠকে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, অতিরিক্ত মহাসচিব নুরুল করিম পিন্টু, জাতীয় পার্টির  চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবিব লিংকন, নেজামে ইসলামের সভাপতি মাওলানা আব্দুর রাকিব, সেক্রেটারি আব্দুল করিম উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে ওইসময় সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক জাগো নিউজকে বলেন, আমরা চা খেতে খেতে অনানুষ্ঠানিকভাবে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছি।


Post a Comment

2 Comments