আজ শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

 

নির্বাচন কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সংলাপের আয়োজন করেছে ।সেখানে আজ প্রথম দিনের সংলাপে আমন্ত্রণ পেয়েছেন দেশের ৩০ জন শিক্ষাবিদ। বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ হবে। 

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষাবিদ, নাগরিক সমাজের সঙ্গে সংলাপ শেষ করেই গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে সংলাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপরে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাসহ অন্যান্যদের সঙ্গে সংলাপ করবে ইসি। সবার শেষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ও পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন যে, আজ রবিবার প্রথম সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকাল ৩টায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এরপরে ২২ মার্চ নাগরিক সমাজের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ইসির কর্মকর্তারা  আরও জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ডিসেম্বরে । 

Post a Comment

0 Comments