কমলো সয়াবিন তেলের দাম

 


১ কেজি বােতলজাত সয়াবিন তেলের মূল্য-১৬০ টাকা এবং খােলা তেল ১ কেজি-১৩৬ টাকা

কেউ বেশি টাকা দিয়ে তেল কিনবেন না।

দাম বেশি চাইলে দোকানিকে বলবেন ভাউচার দিন

বাকিটা দেখবে ম্যাজিস্ট্রেট। 

আপনি শুধু ফোন দিয়ে জানান ১৬১২১ নাম্বারে

ভোক্তা অধিকারে।

ভাউচার ছাড়া কেউ বেশি দামে তেল কিনবেন না!!!

জনস্বার্থে... জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Post a Comment

1 Comments