জন্মের পর থেকেই ঠান্ডা জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছে তিন বছরের নাফিসা। শ্বাসকষ্ট কখনো কমছে, কখনো বাড়ছে। শুরুতে বাড়ির পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনে খেলেও ক্রমেই সেটি স্থায়ী রূপ নেয়। ফলে অক্সিজেনের প্রয়োজন হলে নেওয়া হয় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। বর্তমানে আরেক রোগীর সঙ্গে শয্যা ভাগ করে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানান নাফিসার মা আবিদা বেগম।
শুধু এই দুই শিশু নয়, শ্বাসকষ্ট, জ্বর, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগ নিয়ে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের নিয়ে রাজধানীতে ছুটে আসছেন অভিভাবকেরা। গত আড়াই মাস ধরে এসব হাসপাতালে শিশু রোগীর ভিড় লেগেই থাকছে।
সোমবার শিশু হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু নিয়ে আসছেন অভিভাবকেরা। অনেকের এনআইসিইউ প্রয়োজন হলেও শয্যা সংকটে দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে অন্য হাসপাতালে যেতে হচ্ছে তাদের।
সকলের সুস্থতা কামনা করছে Best Advices Bd সংবাদ মাধ্যম
0 Comments