আকাশপথে ভাড়া নিয়ে সমস্যা

 


এপ্রিল পর্যন্ত সৌদি আরবের টিকিট নেই ট্রাভেল এজেন্টগুলোর কাছে। সরাসরি এয়ারলাইন্সগুলোয় এ রুটের ভাড়া দিতে হয় ৩ গুণ বেশি। ৪০ হাজার টাকা ঢাকা-রিয়াদ রুটে বিমান ভাড়া এখন ৯২ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা। তাও মিলছে না। ৪৫ হাজার টাকার ঢাকা-দুবাইয়ের রিটার্ন ভাড়া এখন ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা।

বাহরাইন, কুয়েত, কাতার, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের সব রুটের ভাড়া নিয়ে এভাবে চলছে অরাজকতা। চিকিৎসা ও স্টুডেন্ট ভিসাধারী ভারতগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে টিকিট নেই, অপরদিকে টিকিটের দাম ৮/১০ গুণ বেশি। সংশ্লিষ্ট যাত্রীদের অভিযোগ-ভিসার শর্ত হিসাবে আকাশপথে যাওয়ার কথা উল্লেখ থাকায় এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ভিসায় আকাশপথ উল্লেখ থাকায় অন্য কোনো পথে যাওয়ারও সুযোগ নেই যাত্রীদের।

Post a Comment

0 Comments