জয়া বচ্চন তার পুত্রবধূর প্রশংসা করেন এবং সকলের সামনে তুলে ধরেছেন যে কীভাবে তিনি বচ্চন পরিবারে খুব ভালভাবে মানিয়ে নিয়েছিলেন। “হ্যা, সে সুন্দর। আমি তাকে ভালোবাসি। আমি তাই মনে করি এটি দুর্দান্ত কারণ তিনি নিজেই একজন বড় তারকা। অন্য সুন্দর জিনিসটি হল ঐশ্বর্য এত ভালোভাবে মানিয়ে নিয়েছেন বচ্চন পরিবারের সঙ্গে।
মেয়ে শ্বেতা বচ্চনের অভাব নাকি পূরণ করেছেন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্যকে পুত্রবধূ হিসাবে প্রথমবার দেখে আবেগঘন হয় কান্নায় ঐশ্বর্যকে জড়িয়ে ধরেছিলেন বিগ-বি অমিতাভ বচ্চন। বাড়ি ফিরে ঐশ্বর্যকে দেখে নিজের মেয়ের কথা মনে পড়ত অমিতাভ বচ্চনের। কাজ থেকে ফিরে আগে পুত্রবধূকে দেখতে চাইতেন বিগ-বি। এভাবেই ধীরে ধীরে বচ্চন পরিবারের পুত্রবধূর থেকে মেয়ে হয়ে উঠেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি বচ্চন পরিবারের পুত্রবধূর থেকেও মেয়ে অনেকাংশে বেশি। আর এভাবেই গোটা বচ্চন পরিবারের সঙ্গে মেয়ে এবং স্বামীকে নিয়ে সুখের সংসার করছেন ঐশ্বর্য রাই বচ্চন।

0 Comments