পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে এখনই যানজট

 পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাট এখনই জট, ঈদে স্বস্তির আশা কম পাটুরিয়া-দৌলতদিয়ায় চারটি নয়, ফেরি বাড়বে তিনটি। শিমুলিয়া-বাংলাবাজারে রাতে ফেরি চালানোর সিদ্ধান্ত আসেনি।


বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী প্রথম আলোকে বলেন, এখন সারা দেশে চলছে ৪৫টি ফেরি। ঈদের ছুটি শুরুর পর চলবে ৪৯টি। তখন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করা হবে। এতে যানজট কমবে বলে আশা করেন তিনি।

এখন যেখানে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দুই পারে যানবাহনের বিশাল জট, সেখানে ঈদের সময় সামান্য সক্ষমতা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। এবার ঈদে গত দুই বছরের চেয়ে মানুষ গ্রামের বাড়িতে বেশি যাবে বলেও ধারণা করা হচ্ছে। কারণ, এবার করোনার প্রকোপ নেই।

এবার ঈদে ছুটি শুরু হবে ২৮ এপ্রিল থেকে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে আগামী ২ অথবা ৩ মে।



Post a Comment

0 Comments