এমন মা-বাবা সন্তানকে বেঁচে দিতেও পিছু পাঁ হবে না!
ছোট বাচ্চা, কিছুই বোঝেনা সে। তার হাত দুটি এভাবে জানালায় বেঁধে দিলে, বাচ্চাটি কি হাতে ব্যথা পাবে না?
যে 'মা' ঐ সন্তানকে জন্ম দিয়েছেন, তার কি একটুও বুক কাঁপলো না এমনটা করতে ???? টাকার কাছে কি সে মাতা-পিতা অন্ধ?
যে মা-বাবা অর্থের লোভে নিজের সন্তানকে এভাবে বেঁধে ভিডিও বানিয়ে সোসাল মিডিয়ায় পোস্ট করে টাকা উপার্জন করে তাদের থেকে নিৎকৃষ্ট আর কেউ হতে পারেনা।
বর্তমান সমাজে এমন মা-বাবা আছে, এটা ভাবতে গাঁয়ে কাঁটা দিয়ে ওঠে । সোসাল মিডিয়া থেকে টাকা উপার্জনের জন্য সন্তানকে এমন কষ্ট দেয় কিভাবে??
সোসাল মিডিয়া বর্তমানে এমন একটি টাকা উপার্জনের মাধ্যম যেখানে কিছু মানুষ বিবেক-বোধ হারিয়ে লাইভ ভিডিও পোস্ট করে , যে ভিডিও গুলো সমাজের জন্য ক্ষতিকর।

0 Comments