মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
১১টি।
যথাঃ
১.চট্টগ্রাম,পার্বত্য চট্টগ্রাম ও ফেণি নদী পযন্ত।
২.নোয়াখালী,কুমিল্লা,আখাউড়া,ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ।
৩.আখাউড়া,ভৈরব রেললাইন থেকে পূর্বদিকে কুমিল্লা জেলা,হবিগঞ্জ,কিশোরগঞ্জ ও
ঢাকা জেলার অংশবিশেষ।
৪.সিলেট জেলার পূর্বাঞ্চল,খোয়াই,শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব ও উত্তর দিকে
ডাইউকি সড়ক।
৫.সিলেট জেলার পশ্চিম এলাকা এবং সিলেট ডাইউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং
বৃহত্তর ময়মনসিংহের সীমান্ত অঞ্চল।
৬.ব্রহ্মপুত্র নদের তীর ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও।
৭.সমগ্র রাজশাহী,ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী
এলাকা ব্যাতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা।
৮.সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা ও ফরিদপুরের অংশবিষেশ এবং দৌলতপুর সাতক্ষীরা
সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা।
৯.সাতক্ষীরা দৌলতপুর সড়কসহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও
পটুয়াখালী জেলা।
১০.অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা।
১১.কিশোরগঞ্চ ব্যাতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল।

0 Comments