উপন্যাস : দুর্গেশনন্দিনী (১৮৬৫), কপালকুণ্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), রজনীতে (১৮৭৭), রাজসিংহ (১৮৮২), আনন্দমঠে (১৮৮২), দেবী চৌধুরাণী (১৮৮৪), সীতারাম (১৮৮৭)।
প্রবন্ধগ্রন্থ : লোকরহস্য (১৮৭৪), বিজ্ঞানরহস্য (১৮৭৫), কমলাকান্তের দপ্তর (১৮৭৫), বিবিধ সমালোচনা (১৮৭৬), সাম্য (১৮৭৯), কৃষ্ণচরিত্র (১৮৮৬), বিবিধ প্রবন্ধ (১ম ভাগ-১৮৮৭ ও ২য় ভাগ ১৮৯২), ধর্মতত্ত্ব অনুশীলন (১৮৮৮), শ্রীমদ্ভগবদ্গীতা (১৯০২)।
বঙ্কিমচন্দ্রের জন্ম ও মৃত্যুর তারিখ উল্লেখ করুন।
উত্তর : জন্ম ২৬ জুন ১৮৩৮ খ্রিস্টাব্দ ও মৃত্যু ৮ এপ্রিল ১৮৯৪ খ্রিস্টাব্দ।
বঙ্কিমচন্দ্রের প্রথম সামাজিক উপন্যাসের নাম কি?
উত্তর : বিষবৃক্ষ, ১৮৭৩ সালে প্রকাশিত হয়।
বাংলা উপন্যাসে ‘বাংলার ওয়াল্টার স্কট’ কাকে বলা হয়?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কোন উপন্যাসে দেশপ্রেমকে ফুটিয়ে তুলেছেন?
উত্তর : আনন্দমঠ ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি এবং কত সালে প্রকাশিত হয়?
উত্তর : বঙ্গদর্শন; ১৮৭২ সালে প্রকাশিত।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি ?
উত্তর : Rajmohan’s Wife (১৮৬২)।
বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম কি?
উত্তর : দুর্গেশনন্দিনী (১৮৬৫ সালে প্রকাশিত)।
বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসগুলো কি?
উত্তর : আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরাণী (১৮৮৪) ও সীতারাম (১৮৮৭)।
বঙ্কিমচন্দ্র বিরচিত রোমান্টিক উপন্যাসের নাম লিখুন।
উত্তর : কপালকুণ্ডলা (১৮৬৬)।
কোন ঔপন্যাসিক ‘সাহিত্য সম্রাট’ নামে খ্যাত?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র সাহিত্য রচনার ক্ষেত্রে পাশ্চাত্যের কোন সাহিত্যিককে অনুসরণ করেছিলেন?
উত্তর : ওয়াল্টার স্কট।
বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাসগুলোর নাম লিখুন।
উত্তর : দুর্গেশনন্দিনী (১৮৬৫), রাজসিংহ (১৮৮১) ও চন্দ্রশেখর (১৮৭৫)।
বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসের মধ্যে প্রথমটির নাম কি ?
উত্তর : বিষবৃক্ষ (১৮৭৩)।
পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ কে ?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
‘কমলকান্তের দপ্তর’ কোন শ্রেণীর রচনা?
উত্তর : সরস ব্যঙ্গাত্মক প্রবন্ধ গ্রন্থ।
বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থগুলোর নাম উল্লেখ করুন।
উত্তর : কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র, সাম্য, বঙ্গদেশের কৃষক ইত্যাদি।
0 Comments