ধ্বংসস্তূপে সুস্থ শিশুটি

 

শিশুর বয়স ১৮ মাস। সদ্য ঘটে যাওয়া ভূমিকম্পে মা, ভাই-বোনসহ পরিবারের বেশির ভাগ সদস্যকে হারিয়েছে শিশুটি। কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে রাঘাদকে পাওয়া গেছে সুস্থ। তাকে নিরাপদে সরাতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা।

 রাঘাদদের বাড়ি সিরিয়ার আজাজ শহরে। সোমবারের এই ভূমিকম্পে তাদের ভবন ধসে পড়ে। এক উদ্ধারকর্মী জানান, ধ্বংসস্তূপের মধ্য থেকে মেয়ে শিশুটিকে তিনি কোলে করে বের করেন।
রাঘাদদের পরিবার বাস্তুচ্যুত। ১১ বছর ধরে চলা সিরিয়া যুদ্ধে পরিবারটি মোরেক শহর থেকে তুরস্ক সীমান্তবর্তী শহর আজাজে স্থানান্তরিত হয়। এলাকাটি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে।

Post a Comment

0 Comments