সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মিডনাইটস’ অ্যালবামের ‘ল্যাভেন্ডার হ্যাজ’ গানটির রিমিক্স ভার্সন প্রকাশ করলেন পপ তারকা টেলর সুইফট। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভক্তদের জন্য গানটি প্রকাশ করেন টেলর। সুইফটের ‘ল্যাভেন্ডার হ্যাজ’ মিউজিক ভিডিওটি প্রকাশের ঠিক দুই সপ্তাহ পরেই গানটির রিমিক্স প্রকাশ করলেন এই তারকা সঙ্গীতশিল্পী।
মডেল এবং ট্রান্স অ্যাক্টিভিস্ট লেইথ অ্যাশলের সাথে ভিডিও গানটিতে পারফর্ম করেছেন টেলর সুইফট। গানটির নির্দেশনাও দিয়েছেন তিনি। মূল গানটি যৌথভাবে লিখেছেন সুইফট, জ্যাক অ্যান্টোনফ, অভিনেত্রী জো ক্রাভিটজ, মার্ক অ্যান্থনি স্পিয়ার্স, জাহান আকিল সুইট এবং স্যাম ডিউ। ১২বারের গ্র্যামি বিজয়ীর ১০তম স্টুডিও অ্যালবাম ‘মিডনাইটস’-এর গান এটি।
0 Comments