টিকটককে পেছনে ফেলল চ্যাটজিপিটি


 প্রযুক্তি দুনিয়ার এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত বছরের নভেম্বরে বাজারে আসার পর মাত্র দুই মাসের মধ্যেই মাসে ১০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী পেয়েছে চ্যাটজিপিটি। জনপ্রিয় ভিডিও বিনিময়ের নেটওয়ার্ক টিকটক চালুর ৯ মাস পর এ মাইলফলক অর্জন করেছিল। আর তাই চ্যাটজিপিটিকে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের গবেষণার ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস।

ইউবিএসের এক বিশ্লেষক জানিয়েছেন, মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দৈনিক ব্যবহারকারীও বেড়েছে চ্যাটজিপিটির। গত জানুয়ারি মাসে প্রতিদিন গড়ে ১ কোটি ৩০ লাখ ব্যক্তি চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। আর তাই শুধু জানুয়ারি মাসেই প্রায় ৫৯ কোটিবার ব্যবহার করা হয়েছে চ্যাটজিপিটি।

Post a Comment

0 Comments