চবিতে নিয়ম না মেনে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি


 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কম্পিউটার সায়েন্স বিভাগে নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিটিকে উপেক্ষা করে চলছে এ নিয়োগ কার্যক্রম চলছে যা নিয়মবহির্ভূত বলে দাবি সংশ্লিষ্টদের।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগ ও দুই অনুষদে সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে স্থায়ী ও অস্থায়ী মোট ২১ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে বিভাগীয় পরিকল্পনা কমিটির বাইরে গিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগেও দুজন স্থায়ী প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।

এ ঘটনায় গত বুধবার উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন সিএসই বিভাগের চার শিক্ষক। তারা হলেন অধ্যাপক ড. মো. আছিয়র রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. রাশেদ মোস্তফা ও সহকারী অধ্যাপক এ এইচ এম সাজেদুল হক।

Post a Comment

0 Comments