রাজসিক সাজে পর্যটকদের মন জোগাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া টিউলিপ বাগানে এখন বসন্তের আমেজ বইছে। উপজেলা সদর থেকে ২ কিলোমিটার দক্ষিণে ভারত বাংলাদেশ সীমান্তরেখার প্রত্যন্ত গ্রাম দর্জিপাড়া। এই দর্জিপাড়া এখন পর্যটনপ্রেমীদের জন্য বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। দলে দলে মানুষ ছুটছে দর্জিপাড়ার দিকে। দর্জিপাড়া এলাকার ২০ জন কৃষানি দুই একর জমিতে চাষ করেছেন ১০ প্রজাতির টিউলিপ ফুল। নানা রঙের ফুলে ভরে গেছে গোটা ভূমি। আর শীতের অতিথি টিউলিপ ফুল দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো পর্যটক। শুধু পঞ্চগড় নয়; বিভিন্ন জেলা থেকে ফুলপ্রেমীরা এখানে আসছেন টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে।
0 Comments