ফেসবুকের মূল কোম্পানি মেটা ইনকরপোরেটেড আবার ছাঁটাই করবে। এর আগেও একবার কর্মী ছাঁটাই করেছিল।
নতুন করে কর্মী ছাঁটাই করবে বলে সিধান্ত নিয়েছে মেটা। তারা আরও বলেছে, কয়েক সপ্তাহ ধরেই মেটায় একধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। অতিরিক্ত চাহিদা মেটাতে ২০২০ সালের জুন থেকে ২০২২ সালের জুনের মধ্যে বিপুল কর্মী নিয়োগ দিয়েছেিল বড় প্রযুক্তির কোম্পানি গুলো। তখন বিপুল মুনাফাও হয়েছে তাদের । কিন্তু বর্তমানে অনলাইনের চাহিদা কমে যাওয়ায় কর্মীদের বিদায় করা হচ্ছে।
চলতি বছর মেটার ব্যয় ৮৯ থেকে ৯৫ বিলিয়ন - ৮ হাজার ৯০০ কোটি থেকে ৯ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে থাকবে।
গত বছরের নভেম্বরে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে।
0 Comments