পর্যটকের প্রিয় গন্তব্য কুয়াকাটা


 পটুয়াখালী কুয়াকাটা দিন দিন পর্যটকদের পছন্দের জায়গায় পরিণত হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারি ছুটিতে কুয়াকাটার সৈকত থাকে পর্যটকে ভরা।

সৈকতের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, জিরো পয়েন্ট থেকে শুরু করে পূর্বে দুই কিলোমিটার ও পশ্চিমে দুই কিলোমিটার জায়গাজুড়ে পর্যটকদের হৈহুল্লোড়। কেউ সমুদ্রে সাঁতার কাটছেন, কেউ ঘোড়ায় চরে ঘুরছেন, আবার কেউ বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

সৈকতের জিরো পয়েন্ট ছাড়াও শুঁটকি পল্লি, লেম্বুরচর, তিন নদীর মোহনা, ঝাউবন, গঙ্গামতী, রাখাইন মার্কেটসহ সব স্পটে এখন পর্যটকদের সরব উপস্থিতি। কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেল ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। কোনো কোনো পর্যটক কমিউনিটি ট্যুরিজমের আওতায় বিভিন্ন বাসা-বাড়িতে উঠেছেন। এতে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।

Post a Comment

0 Comments