লক্ষ্মীপুর পল্লী উন্নয়ন বোর্ডের জেলা কার্যালয়সহ ৫টি উপজেলায় ১৩টি পদ শূন্য আছে। ৪টিতেই পল্লী উন্নয়ন কর্মকর্তা নেই । ৫টি উপজেলার বিআরডিবি চেয়ারম্যানরা, দ্রুত নিয়োগ না দিলে পল্লী উন্নয়ন বিভাগ নিয়ে সরকারের উদ্দেশ্য ব্যাহত হবে বলে জানিয়েছেন।
জুনিয়র অফিসার ও অফিস সহায়কপদ শূন্য আছে জেলা কার্যালয়ে । সদর, রায়পুর, রামগতি ও রামগঞ্জে আরডি নেই। সদর, রামগঞ্জ ও রামগতি কার্যালয়ে এআরডিও পদ শূন্য । রামগতি উপজেলায় জুনিয়র অফিসার (হিসাবরক্ষক) থাকলেও তিনি সদর, রায়পুর, কমলনগর ও রামগঞ্জ কার্যালয়ের শূন্যপদে দায়িত্ব পালন করে আসছেন, এছাড়া মো. আলাউদ্দিন রামগঞ্জের আরডিও পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন
0 Comments