গর্ভাবস্থায় আপনি যা খাচ্ছেন তার প্রভাব পড়বে শিশুর বুদ্ধিতে


 গর্ভকালীন ডায়াবেটিস ও মায়ের শরীরের অধিক চর্বি ,শিশুর স্নায়ুবিকাশ ক্ষতি করে। মা যদি নিয়মিত ভালো খাবার খায়, মাছ খাওয়ার পরিমাণ যদি বেশি থাকে, তাদের শিশুদের বোধশক্তি এবং  দক্ষতা ভালো হয়। অধিক ওজন ও স্থূল মায়েরা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চললে তাদের শিশুরা দক্ষতা সম্পুর্ণ হয় ।

Post a Comment

0 Comments