প্রথমার্ধেই করেছেন হ্যাটট্রিক


 সৌদি প্রো লিগে ৩ ফেব্রুয়ারি আল–ফাতেহর সঙ্গে তাঁর শেষ মুহূর্তের পেনাল্টি গোলেই ২–২–এ ম্যাচ ড্র করে আল–নাসর। এরপর যেন আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না রোনালদোকে।
পরের ম্যাচেই আল–ওয়েহদার বিপক্ষে ৪–০ ব্যবধানের জয়ের সব কটি গোলই তাঁর।

১৭ ফেব্রুয়ারি আল–তাউনের বিপক্ষে দলের ২–০ ব্যবধানের জয়ে গোল পাননি। তবে দুটি গোলেরই উৎস ছিলেন তিনি। আর গতকাল দামাকের বিপক্ষে তো প্রথমার্ধেই করেছেন হ্যাটট্রিক। রোনালদোর হ্যাটট্রিকে  দামাককে ৩–০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আল–নাসর।

Post a Comment

0 Comments