১৮ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড বোহেমিয়ান হোটেল। শ্যারলোট শহরের এ হোটেলে পনব ঝাঁ ও ভিক্টোরিয়া ঝাঁর বিয়ে হয়। বিয়ের রিসেপশন ছিল হোটেলের ১৬ তলায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি সেখানে যেতে লিফটে ওঠেন। তবে ওঠার পর লিফট অচল হলে আটকা পড়েন তাঁরা।
বিয়ের দিন ভীতিকর এ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে পণব বলেন, ‘লিফটে ওঠার পরে আমরা সম্ভবত পাঁচ ফুটের মতো ওঠার পরই লিফটটি থেমে যায়। আমরা আটকা পড়ি। এর কিছুক্ষণ পর লিফটের দরজা খুলে যায়।
0 Comments