১১ মার্চ ময়মনসিংহে, ১৮ মার্চ বরিশালে মহাসমাবেশ


 

আওয়ামী লীগের নেতা-কর্মীদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে, করে যাবে, মাঝে মহাসমাবেশও হবে। ১১ মার্চ ময়মনসিংহে, ১৮ মার্চ বরিশালে মহাসমাবেশ হবে। 

আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতা নয়। সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি, এটা পুরনো অভিজ্ঞতা থেকে বলা যায়।

Post a Comment

0 Comments