এবারের দলবদলেও বড় অঙ্কের অর্থ খরচ করে পিএসজি। কিন্তু মেসি-নেইমার-রামোসের মতো তারকা ফুটবল একাদশে থাকার পরও মার্সেইর কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় নেয় তারা। যে ক্লাবের স্কোয়াডের মূল্য পিএসজির চারের ভাগের এক ভাগ। তাদের কাছে এমন হার কোনো ভাবেই মানতে পারছেন না ক্লাবটির মালিকপক্ষ। এর শিকার হতে পারেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
ক্লাব পরামর্শক লুইস কাম্পোসের সুপারিশে গালতিয়েরকে নিয়োগ দেয় পিএসজি। কিন্তু ক্লাবটির মালিকের প্রথম পছন্দ ছিল জিনেদিন জিদান। জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন থাকলেও জিদানকে নিয়োগ দেওয়া হয়নি ফ্রান্স। কাজে এখনও কর্মহীনভাবে দিন পার করছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। তাই আগামী কয়েকটা ম্যাচ গালতিয়ের’র জন্য অগ্নীপরীক্ষা।
0 Comments