বিট–বাইট


 চার হাজার অক্ষরের বার্তা পাঠানো যাবে টুইটারে


টুইটার ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় সর্বোচ্চ চার হাজার অক্ষরের বার্তা পাঠানোর সুবিধা চালু হয়েছে। তবে সবাই না,এ সুযোগটি অর্থের বিনিময়ে নীল বা ব্লু টিক ব্যবহারকারীরা পাবে। টুইটার জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এ সুবিধা চালু হলেও আস্তে আস্তে সব এ সুযোগ পাবেন।

Post a Comment

0 Comments