যে কারণে মুক্তির পর আলোচনায় ‘ফোরজি’ মুভি


 ‘শোর ইন দ্য সিটি’,ও ‘গো গোয়া গান’, ‘স্ত্রী’ দিয়ে নির্মাতা-লেখক হিসেবে রাজ ও ডিকে  পরিচিতি পান। এই নির্মাতা জুটি নিজেদের উচ্চতায় নিয়ে যান ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর সাফল্য দিয়ে। আমাজন প্রাইমে মুক্তির পর থেকেই ঝড় তোলে ছিল সিরিজটি। গত বছর সিরিজটির জনপ্রিয়তা পায়। এর পর থেকে এ জুটির নতুন কাজ দেখার অপেক্ষায় ভক্তরা। সে বলা যায় কড়ায়গন্ডায় মিটিয়েছেন তাঁরা। গতকাল আমাজন প্রাইমে মুক্তি পাওয়া সিরিজ ‘ফরজি’ নিয়ে এখন সরগরম । মুক্তির পরই সিরিজটি এমন জনপ্রিয় হওয়ার সম্ভাব্য কারণ দেখে নেওয়া যাক।

 রাজ ও ডিকে ভালোই জানে গল্প কীভাবে বলতে হয়। সিতা মেনন, সুমন কুমারের সঙ্গে মিলে এমন গল্প লিখেছেন, যা আজকালকের ছেলেমেয়ে পছন্দ করে এবং সমসাময়িক।
 

Post a Comment

0 Comments