চুল না ভিজিয়েই শ্যাম্পু?


 

চুল পরিষ্কার করতে শ্যাম্পু তো লাগবে। তবে প্রয়োজন হলেই যেকোনো সময় যে চুল ভিজিয়ে শ্যাম্পু করা যায়, তেমনটা না-ও হতে পারে। এ পরিস্থিতিতে স্প্রে করে নিতে পারেন ড্রাই শ্যাম্পু । চুলের ময়লা আর তেল চিটচিটে ভাব দূর হবে , চুল দেখাবে সতেজ।
সময় বাঁচাতে কিংবা অসুস্থতার সময় পানির ব্যবহার এড়াতে ড্রাই শ্যাম্পু দারুণ কার্যকর। সারা দিনের কাজ শেষে নিজেকে সতেজ দেখাতে , আর্দ্র আবহাওয়ায় থাকলে ড্রাই শ্যাম্পু দিতে পারেন। 

Post a Comment

0 Comments